চরিত্রাভিনেতা হিসেবে জুড়ি নেই অভিনেতা মাজনুন মিজানের। ছোটপর্দা, বড়পর্দা— দুই মাধ্যমেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। কিন্তু ক্যারিয়ারের দীর্ঘ সময় পর তার মনে হয় অভিনয়কে পেশা হিসেবে নেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান অভিনেতা।
মাজনুন মিজান অভিনয়ে আগের মতো নিয়মিত নন। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, “১৯৯৬ সালে আমার থিয়েটার শুরু। ২০০১ সাল থেকে আমি টেলিভিশনে প্রফেশনাল অভিনয় করি। ২০০৬ সালে হুমায়ূন স্যারের ‘নয় নম্বর বিপদ সংকেত’ সিনেমা করি। শুরুটা এভাবে বলার কারণ, আমি প্রথম থেকেই অভিনয়কে পেশা হিসেবে নিতে চেয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাস করে কোথাও সিভি দিইনি। অভিনয়টা ইমোশনাল ব্যাপার ছিল। অভিনয়টাই করে যেতে চেয়েছি। এভাবে দীর্ঘ একটা সময় কেটে গেল। পরে মনে হলো, অভিনয়কে পেশা হিসেবে নেওয়াটা কঠিন, ভুল সিদ্ধান্ত ছিল।”
বিজ্ঞাপন
এর কারণ হিসেবে এ অভিনেতা বলেন, ‘মিডিয়ার প্রথম সারির ৫ জন ছেলে বা মেয়ে, ধরলাম ১০ জন ছেলে, ১০ জন মেয়ে ভালোভাবে সার্ভাইভ করতে পারছে। সেই সংখ্যায় আর অল্প কিছু যোগ হতে পারে। কিন্তু বেশির ভাগ অভিনয়শিল্পীর পেশা যদি শুধু অভিনয় হয়, তাহলে সার্ভাইভ করা কঠিন। এটা রিয়ালাইজ করতে করতে আমার অনেক সময় চলে গেছে।’
বর্তমানে মাজনুন মিজান অভিনয়ের পাশাপাশি পেশা হিসেবে বেছে নিয়েছেন ব্যবসা। সেকারণে আগের মতো অভিনয়ে সময় দিতে পারেন না। তবে এতে সন্তুষ্ট মিজান। কেননা আয়ের কথা ভেবে আগের মতো ছাড় দিতে হয় না। পছন্দের গল্পগুলোতে অভিনয় করতে পারেন।

