বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৭ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
শীতার্তদের কষ্ট লাঘবে গরিব, অসহায় ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’।
শনিবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসির করিডোরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় তারা ১৮০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মুরসালিন ইসলাম তুরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম। এছাড়া সংগঠনের সদস্য মিম আক্তার ও মিরাজ ইসলামের সঞ্চালনায়
সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা, সহ-সভাপতি মিজানুর রহমান, শুভাশিত সদস্য ফাইমুন নোমান, বর্তমান সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ হিমেল, সাহিত্য সম্পাদক ইমরানসহ সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠন সূত্রে জানা যায়, এর আগে সংগঠনটির সদস্যরা ক্যাম্পাসের আশপাশে ও কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন স্থানে ফান্ড সংগ্রহ করেন। পরে বিভিন্ন স্থানের পথশিশু, গরিব ও অসহায়দের মাঝে টোকেন বিতরণ করেন। এতে শীতবস্ত্রে উপকরণ হিসেবে হুডি, কম্বল, চাদর, মোজা প্রদান করা হয়।
সংগঠনটির সভাপতি মুরসালিন ইসলাম তুরান বলেন, আমরা প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের সদস্যরা বিভিন্ন জায়গা থেকে ফান্ড সংগ্রহ করে এই আয়োজন করেছি। আমরা ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে শীতবস্ত্র দিতে চাই। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাই। আমরা চাই কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায়। আমি অন্যান্য সংগঠনকেও শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ওবায়দুল ইসলাম বলেন, তারুণ্য আপনাদের প্রতি কোনো অনুগ্রহ বা দয়া দেখাচ্ছে না বরং এটি আপনাদের জন্য একটি উপহার দিচ্ছে। তারা যে কাজ করছে তার ফিডব্যাক হিসেবে কোনো উপকার প্রত্যাশা করছে না। বরং তারা এই সমাজের অংশ ও শিক্ষিত মানুষ হিসেবে এই সমাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তা পালন করার চেষ্টা করছে। তাদের এ কাজের পরিধি আগামী দিনে আরও বৃদ্ধি পাবে সেই প্রত্যাশা করছি।
উল্লেখ্য, ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ স্লোগানকে সামনে রেখে ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি। যেমন- রক্তদান, বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রীর ব্যবস্থা করা, সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন সহযোগিতা করা, শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ইত্যাদি।
প্রতিনিধি/এসএস