images

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে যুক্ত হচ্ছে আইসিটি

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে নতুন করে আইসিটি বিষয় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত খসড়ায় এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার এ–সংক্রান্ত খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

খসড়া অনুযায়ী, প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। এতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আইসিটি, প্রশাসনিক কাঠামো, দক্ষতা এবং আর্থিক বিধি-বিধান বিষয় থেকে প্রশ্ন থাকবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর এবং ভাইভা পরীক্ষার জন্য ৮ নম্বর নির্ধারণ করা হয়েছে।

এদিকে, এনটিআরসিএর মাধ্যমে ২০২৫ সালে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কতজন যোগদান করেছেন এবং কতজনের এমপিও হয়নি—সে সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) বরাবর পাঠানো হয়েছে। জানা গেছে, গত ৭ জানুয়ারি মাউশির আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ–সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়, এনটিআরসিএর মাধ্যমে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় মোট ৪১ হাজার ৬২৭ জন শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কতজন শিক্ষক যোগদান করেছেন, কতজনের যোগদানের পর পদায়ন সম্ভব হয়নি বা পদায়নে কোনো জটিলতা রয়েছে কি না, যোগদানকারীদের মধ্যে কতজন এমপিওভুক্ত হয়েছেন এবং কারা এখনও এমপিওভুক্ত হননি—এসব তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়েছে।

এ ছাড়া নির্দেশনায় সংযুক্ত ছক অনুযায়ী, যেসব শিক্ষক এখনও এমপিওভুক্ত হননি, তাঁদের বিস্তারিত তথ্য আগামী ২৫ জানুয়ারির মধ্যে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এম/এআর