জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞাপন
চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী দেশব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের কার্যক্রম পুনর্নির্ধারণসংক্রান্ত সূত্রোক্ত স্মারকের পত্রটি এ সঙ্গে প্রেরণ করা হলো। উক্ত পত্রে বর্ণিত সময়সূচি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরও পড়ুন: খুবিতে ’২১ ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠিত
এর আগে স্মারকে জানানো হয়েছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা অনুসরণ করে (৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত) প্রতিদিনের কার্যক্রমের তথ্য ই-মেইল ([email protected]) ঠিকানায় পাঠানো হবে।
এর মধ্যে রয়েছে উপজেলা, থানা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ উপজেলা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসারসহ ইত্যাদি তথ্য।

