images

শিক্ষা

‘কওমি-আলিয়া উভয় ধারায় আরবি সিলেবাসের পুনর্গঠন জরুরি’

ঢাকা মেইল ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে মারকাযুল লুগাতিল আরবিয়্যায় বিশ্ব আরবি ভাষা দিবস কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সেমিনার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পূর্ণ দিন মাদরাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মারকাযের প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ মহিউদ্দীন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, ইসলামি সংগীত, আরবি বক্তৃতা, কুইজ কুইজ, সংবাদ পাঠ ও আরবি নাটক উপস্থাপন করেন শিক্ষার্থীরা।

আরবি ভাষা দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয়ে শায়েখ মহিউদ্দীন ফারুকী বলেন, ‘এ বছরের প্রতিপাদ্যের লক্ষ্য হলো, এমন কার্যকরী সমাধান ও মূলনীতি আবিষ্কার করা, যা দ্রুত প্রযুক্তিগত উন্নয়ন ও ডিজিটাল পরিবর্তনের আলোকে আরবি ভাষার ভবিষ্যৎকে পুনর্গঠন করবে, যা শিক্ষা-প্রযুক্তি কর্তৃক কনটেন্ট তৈরির ক্ষেত্রে আরবিকে আরও প্রভাবশালী ভূমিকা পালনে সক্ষম করে তুলবে। এই বছরের প্রতিপাদ্যে উদ্ভাবনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক সময়ে পরিবর্তিত সামাজিক কাঠামো ও প্রযুক্তির সঙ্গে মানিয়ে আরবি ভাষাকে এগিয়ে নেওয়ার উপায় খোঁজা এই প্রতিপাদ্যের লক্ষ্য।’

বিশিষ্ট এই আরবির শিক্ষক বলেন, ‘বাংলাদেশে আরবি ভাষা চর্চাকে আরও বেগবান করতে হবে। আরবি ভাষা ব্যাপককরণের ক্ষেত্রে যত সংকট, সব নিরসন করতে হবে। এই ভাষার অগ্রগতি সাধনের জন্য যথাযথ পথ ও পন্থা তৈরি করতে হবে। বিশেষ করে, আরবি ভাষা শিক্ষাদানের জগতে আমাদের আরেকটু সম্মিলিত প্রচেষ্টা দরকার। অনারবদের আরবি ভাষা পাঠদান পদ্ধতি ও কার্যকরী সিলেবাসের প্রয়োগ আমাদের শিক্ষার্থীদের ভাষাশিক্ষাকে সহজ করবে। কওমি ও আলিয়া উভয় শিক্ষাব্যবস্থাতেই আরবির সিলেবাসকে প্রাচীন ও আধুনিক আরবির সমন্বয়ে জীবন্ত ও প্রায়োগিক হিসেবে পুনর্গঠন করা জরুরি।’

আরও পড়ুন

বিশ্ব আরবি ভাষা দিবস: এক পবিত্র ভাষার বৈশ্বিক ভূমিকা

ঢাকায় সৌদি দূতাবাসে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপন

পরিশেষে তিনি বলেন, ‘আমাদের আহ্বান, আরবি ভাষাকে দিবসকেন্দ্রিক উদযাপন না করে একে জীবনব্যাপী রূপ দেওয়া দরকার। মুসলমান মাত্রই আরবি ভাষার মুখাপেক্ষী। আমাদের জিকির-আজকার, দোয়া-দরুদ থেকে নিয়ে প্রায় প্রতিটি ইবাদতেই আরবির প্রয়োজন হয়। আরবি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারিক ভাষা। তাই ‘আরবি ভাষা দিবস’ শিরোনামে একটি দিন নির্ধারিত থাকলেও বাস্তবিক জীবনে আমাদের প্রতিটি দিনই আরবি ভাষা দিবস।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মারকাযের শিক্ষক মুফতি এনাম বিন রফিক, মুফতি আবদুল আজিজ, মুফতি ইমরান হাসান ও মুফতি জহুরুল ইসলাম প্রমুখ।

এক পর্যায়ে সেমিনারে প্রাচীন ও আধুনিককালে রচিত আরবি ভাষা ও দেশাত্মবোধক বিভিন্ন কবিতা আবৃত্তি, দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আরবিতে সংবাদ উপস্থাপন করা হয়।

জেবি