বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২১ আগস্ট ২০২৫, ০৭:০৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণায় বিধি-নিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। সেসব না মানলে শাস্তির ব্যবস্থাও রয়েছে।
আরও পড়ুন: ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্ত করার দাবি ছাত্র অধিকার পরিষদের
বৃহস্পতিবার (২১ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
আরও পড়ুন: ভোটের আগে ‘ফিটফাট’ হচ্ছে অবহেলিত ডাকসু ভবন
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী আজ থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রার্থী কিংবা তাদের সমর্থকরা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। একইসঙ্গে কোনো ধরনের উপঢৌকন বিলি-বণ্টন, খাবার-দাবার আপ্যায়ন, আর্থিক সহযোগিতা কিংবা অনুরূপ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।
আরও পড়ুন: ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা উমামার
এ ধরনের কার্যক্রম সুস্পষ্টভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলেও উল্লেখ করেন ড. জসীম উদ্দিন।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন: ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১১০৯টি মনোনয়নপত্র জমা
প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, কোনো প্রার্থী কিংবা তার পক্ষে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল, এমনকি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের শাস্তিও পেতে পারেন।
আইএসএস/এএইচ