ফিচার প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সোমবার যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমরা নারী ও আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল ঢাকা মেইল ডটকম।
সেমিনারটিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. হাসান শাহরিয়ার কল্লোল এবং একই হাসপাতালের
সার্জিক্যাল অনকোলজিতে এমএস (ফেজ বি) রেসিডেন্ট ডা. উম্মে হুমায়রা কানেতা।
সেমিনারে উপস্থিত ছিলেন শামসুন্নাহার হলের প্রভোস্ট ড. নাসরিন সুলতানা এবং প্রক্টর শফিউদ্দিন আহমেদসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (সেশন ২০২২-২৩) আবহাওয়া বিজ্ঞানে অধ্যায়নরত দ্বিতীয় বর্ষের ছাত্রী জারিন তাসনিম বিপা। আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন মো. সামিউল ইসলাম হিরণ, আইটি কনসালটেন্ট এবং আমরা নারী ও আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব)।
সেমিনারের উদ্দেশ্য ও প্রেক্ষাপট ছিল বিশ্বব্যাপী অক্টোবর মাস স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এই উপলক্ষে, ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ অক্টোবর এবং নভেম্বর মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে।
এছাড়াও নারীদের প্রাথমিক স্তরে স্তন ক্যানসার শনাক্তকরণে সক্ষমতা বৃদ্ধি। সচেতনতা বৃদ্ধি করে সমাজে এই রোগ নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা এবং তরুণ প্রজন্ম ও কর্মজীবীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার প্রসার ঘটানো।
সেমিনারে বক্তারা স্তন ক্যানসারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে উপস্থিতদের গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশে স্তন ক্যানসারের ঝুঁকি
সেমিনারে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর ১৫ হাজারের বেশি নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন, যার মধ্যে প্রায় ৭ হাজার ৫০০ জনের মৃত্যু ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে সঠিক জ্ঞান ও সচেতনতার অভাবে এই রোগের চিকিৎসা দেরি হয়।
স্তন ক্যানসারের লক্ষণ
সেমিনারের ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, বগল বা স্তনে গাঁটের উপস্থিতি, স্তনের চামড়া কুঁচকে যাওয়া বা আকার পরিবর্তন, স্তনে ব্যথা, লালচে ভাব, বা ফোলা এবং স্তনের বোঁটা থেকে রস নির্গমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কেননা, এগুলো ক্যানসারের প্রাথমিক লক্ষণ।
স্তন ক্যানসার প্রতিরোধ করণীয়
২০ বছর বয়স থেকে প্রতি মাসে একবার নিজে নিজে স্তন পরীক্ষা করা। ৪০ বছর বয়সের পর বছরে একবার ম্যামোগ্রাম করা।
আরও পড়ুন: নিউমোনিয়ার নতুন ধরনে মৃত্যুঝুঁকি বাড়ছে শিশুর
সেমিনারে ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান সমন্বয়ক এম এম জাহিদুর রহমান বিপ্লব বলেন, এই আয়োজন ও সেমিনারের সচেতনতা কার্যক্রম সফল করতে মিডিয়ার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এজন্য সেমিনারের মিডিয়া পার্টনারদের ধন্যবাদ দেন।
তিনি বলেন, আমাদের এই সেমিনারগুলোর মাধ্যমে আমরা আশা করি, তরুণ সমাজের মধ্যে সচেতনতার বীজ বপন করবে এবং একটি স্বাস্থ্য সচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরো যোগ করেন যে, আমাদের এই প্রচেষ্টার মূল লক্ষ্য সমাজে নারীদের স্তন ক্যানসার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে উৎসাহিত করা এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহর হল কর্তৃপক্ষকে ক্রেস্ট প্রদান করা হয়।
এজেড