বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম
আগামীকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিবেটিং সোসাইটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাংবদিক সমিতিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ডিবেটিং সোসাইটির সভাপতি মাহবুব মাসুম বলেন, আমাদের ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চিফ মডারেটর ও মডারেটরসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মতিতে আগামীকাল দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। তারা আগামীকালকেই ভোটগ্রহণের জন্য উপযুক্ত সময় মনে করেছেন।
এছাড়া সংগঠনের নিয়মানুসারে নির্বাচনের আগে সংবাদ সম্মেলনে পদপ্রত্যাশীরা নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন।
এইউ