images

অর্থনীতি

‘পাচার ও কালো টাকা না কমলে রেমিট্যান্স বাড়বে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ নভেম্বর ২০২২, ০৫:১২ পিএম

ডলার সংকট, ক্রমেই রিজার্ভ কমে যাওয়ার মধ্যে রেমিট্যান্স কীভাবে বাড়ানো যায় সেজন্য কারণ খুঁজে বের করার পাশাপাশি প্রবাসীদের কাছে গিয়ে তাদের কথা শোনার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। এই অর্থনীতিবিদ মনে করেন, অর্থ পাচার ও কালো টাকা না কমলে বৈধ পথে রেমিট্যান্সও বাড়বে না।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে 'বৈধ পথে সহজে নিরাপদে ডিজিটাল মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে করণীয়' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এই অর্থনীতিবিদ বলেন, ‘আমাদের দেখতে হবে কেন আমেরিকা থেকে বৈধ পথে বেশি রেমিট্যান্স আসছে, কেন মধ্যপ্রাচ্য থেকে কম আসছে। লোকালি প্রবাসীদের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে।’

আরও পড়ুন: কৌশলে রেমিট্যান্স আনার চেষ্টা করছি: পরিকল্পনা মন্ত্রী

রিজার্ভ কমে যাওয়ার প্রসঙ্গ তুলে আহসান এইচ মনসুর বলেন, ‘আমরা প্রতি মাসেই এক, দুই বিলিয়ন করে রিজার্ভ হারাচ্ছি। এর মানে আমরা বাজারে ডলার ছাড়ছি। এতে রিজার্ভ কমছে। এখানে আমাদের সমন্বয়ের জন্য রফতানি বাড়াতে হবে এবং আমদানিনির্ভরতা থেকে সরে আসতে হবে।’

প্রবাসীদের বৈধপথে টাকা পাঠানোর জন্য প্রচার-প্রচারণা চালানোর পরামর্শও দেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, ‘মার্কেটগুলোতে আমাদের প্রচার করতে হবে যে আপনারা (প্রবাসী) শুধু আমাদের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স পাঠান। এটা কেন্দ্রীয় ব্যাংক করতে পারে।’

শুধু ফরমাল মার্কেট না, কার্ব মার্কেটগুলোতেও (খোলাবাজারে) কিছু ডলার দেওয়ার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ।

ইআরএফ সভাপতি শারমীন রিনভীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ ও বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিইউ/জেবি