images

অর্থনীতি

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমল দেড় গুণ

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

বিদেশ থেকে মোবাইল ফোন আমদানিতে দেড় গুণ ট্যাক্স কমানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, মোবাইল ফোন আমদানিতে আগে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ। এখন তা ১০ শতাংশ করা হয়েছে। এছাড়া দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে।’

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এসব তথ্য জানান প্রেস সচিব।

5
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকারের এই পদক্ষেপে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে।

শফিকুল আলম বলেন, ‘বিদেশ থেকে প্রচুর ইউজ মোবাইল ফোন দেশে আনা হয়। কিছুটা রিফারবিশড করে সেগুলো বিক্রি করা হয়। এতে আমাদের ক্রেতা সাধারণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। সরকারও অনেক ট্যাক্স থেকে বঞ্চিত হয়। আশা করা হচ্ছে, বাংলাদেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং এগুলোর দামও কমবে।’

অন্যদিকে নতুন বছরে শিক্ষার্থীদের বই দেওয়া প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘১৫ জানুয়ারির মধ্যে সবগুলো পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে।’

শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে ১২৩টি পুস্তকের ভুল সংশোধন করা হয়েছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা।

এএইচ