images

অর্থনীতি

আন্দোলনে এনবিআরে ক্ষতি নিরূপণে ৯ সদস্যদের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই ২০২৫, ০১:০২ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও সংস্থাটি সংস্কারের দাবিতে কর্মচারীদের কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি পালন করে। এতে কার্যত অচল হয়ে পড়ে লেনদেন। বিঘ্ন ঘটে আমদানি রফতানিতেও। এবার আন্দোলনের কারণে অর্থনৈতিক ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আন্তঃমন্ত্রণালয় ৯ সদস্যের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কমিটিতে একজন আহ্বায়ক, ৭ জন সদস্য ও একজন সদস্য সচিব হিসেবে কাজ করবেন।

কমিটির সদস্যরা হলেন-
১. অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব সৈয়দ রবিউল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে।
২. অর্থ বিভাগের উপসচিব পর্যায়ের একজন উপযুক্ত প্রতিনিধি।
৩. বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজন উপযুক্ত প্রতিনিধি।
৪. শিল্প মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজন উপযুক্ত প্রতিনিধি।
৫. নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর উপসচিব পর্যায়ের একজন উপযুক্ত প্রতিনিধি।
৬. জাতীয় রাজস্ব বোর্ড এর একজন উপযুক্ত প্রতিনিধি।
৭. বিজিএমইএ এর একজন উপযুক্ত প্রতিনিধি।
৮. এফবিসিসিআই এর একজন উপযুক্ত প্রতিনিধি।
৯. এছাড়া সদস্যসচিব হিসেবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব (প্রশাসন-১) রয়েছেন।

কমিটির কার্যপরিধি:
(ক) গত ২৮-২৯ জুন ২০২৫ তারিখ ০২ দিন কাস্টমস হাউস, চট্টগ্রাম এর অফিস বন্ধ থাকায় রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণ;
(খ) দীর্ঘ ২ মাসব্যাপী কাস্টমস ও ভ্যাট বিভাগ এবং কর বিভাগের কর্মচারীবৃন্দের কর্মসূচি পালনের কারণে সকল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস, কাস্টমস বন্ড কমিশনারেট এবং আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর/অনান্য দপ্তর সমূহের (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটসহ) এবং কর অঞ্চলসমূহে রাজস্ব ক্ষয় ক্ষতির পরিমাণ নিরূপণ; এবং
(গ) দীর্ঘ ২ মাসব্যাপী কর্মসূচি পালনের কারণে শুল্কায়ন কার্যক্রম এবং সকল স্থলবন্দর ও নৌ-বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে ক্ষয় ক্ষতিসহ দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ নিরূপণ করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এমআর/এএস