images

অর্থনীতি

আন্দোলন প্রত্যাহার ছাড়া আলোচনায় বসছেন না অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন ২০২৫, ০৪:১৩ পিএম

অন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আন্দোলনরত এনবিআর কর্মকর্তাদের মধ্যে আজ রোববার (২৯ জুন) বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অর্থ উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে আন্দোলন প্রত্যাহার না করলে আলোচনায় বসবেন না তিনি। এসব তথ্য নিশ্চিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা।

এনবিআর কর্মকর্তা শফিউল বাসার বাদল জানান, আজ দ্বিতীয় দিনের মতো শাটডাউন ও মার্চ ফর এনবিআর কর্মসূচি চলাকালে অর্থ মন্ত্রণালয় থেকে আলোচনার আহ্বান জানানো হয়। এতে আমরাও আলোচনায় বসতে রাজি হই। পাশাপাশি এনবিআর’র কর্মসূচি স্থগিত করা হয়। আমাদের ২০ জন কর্মকর্তা আলোচনার জন্যে সচিবালয়ে রওনা দিয়েছেন অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে পথিমধ্যে তারা জানতে পারেন অর্থ উপদেষ্টা আলোচনায় বসবেন না। তিনি আলোচনার জন্যে শর্ত জুড়ে দিয়েছেন। সব ধরনের আন্দোলন প্রত্যাহার না করলে নাকি তিনি আলোচনায় বসবেন না। আমরা আশাবাদী আলোচনা ফলপ্রসূ হবে।

উল্লেখ্য, গত ১২ মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগে বিভক্ত করে অধ্যাদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়। এরপর থেকে এনবিআর বিলুপ্তি রোধসহ কয়েকটি দাবিতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন শুরু করেন। নানা কর্মসূচির পর গতকাল ও আজ শাটডাউন কর্মসূচি চলছে।

এমআর/এফএ