রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘মার্চ টু এনবিআর’ স্থগিত, শাটডাউন চলবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

NBR3
আন্দোলনে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: ঢাকা মেইল

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে দেশের বিভিন্ন কর-শুল্ক অফিস থেকে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তবে শাটডাউন চলমান থাকবে বলে জানিয়ে আন্দোলনরত কর্মকর্তারা।

রোববার (২৯ জুন) দুপুরে কর্মসূচির আংশিক পরিবর্তনের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা।


বিজ্ঞাপন


তারা জানান, আজ বিকেল ৪টায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

ঐক্য পরিষদের সহসভাপতি ও অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা বলেন, অর্থ উপদেষ্টার কাছ থেকে আহ্বান পাওয়ায় আমরা সচিবালয়ে তার কার্যালয়ে বিকেল ৪টায় আলোচনায় বসব। ট্যাক্স ও কাস্টমস থেকে ১০ জন করে ২০ জনের ডেলিগেশন অংশ নেবেন।

দাবি-দাওয়া সম্পর্কে তিনি বলেন, চেয়ারম্যানের অপসারণ আমাদের প্রথম দাবি। আমরা অর্থ উপদেষ্টার কাছে তুলে ধরব, কীভাবে ধারাবাহিকভাবে আমাদের দমন-নিপীড়ন করা হয়েছে, এনবিআরকে কীভাবে অকার্যকর করা হয়েছে, কীভাবে এনবিআর সংস্কার কাজ এগিয়ে নেওয়া যায় এবং কীভাবে আমাদের ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রাখা যায়।

মির্জা আশিক রানা বলেন, আলোচনা শেষে আমরা এনবিআরে ফিরে আসব। আমাদের সহকর্মীদের ব্রিফ করব। সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানাব।


বিজ্ঞাপন


এর আগে গত ১২ মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগে বিভক্ত করে অধ্যাদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়। এরপর থেকে এনবিআর বিলুপ্তি রোধসহ কয়েকটি দাবিতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন শুরু করেন। গত ২৫ মে মন্ত্রণালয় ৩১ জুলাইয়ের আগে অধ্যাদেশটি সংশোধন করার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করা হয়। এরপর ২২ জুন থেকে ফের চেয়ারম্যানের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন তারা। সর্বশেষ গত ২৩ জুন শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল ও আজ এই কর্মসূচি চলছে।

এমআর/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর