images

সারাদেশ

ব্রাজিলের জয়ে ফেনীতে মধ্যরাতে ভক্তদের আনন্দ মিছিল

জেলা প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০২২, ১২:৫৪ পিএম

কাতার বিশ্বকাপের নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে ব্রাজিল। এসময় ফেনীর ব্রাজিল সমর্থকরা মেতে ওঠেন আনন্দে উল্লাসে।

ব্রাজিলের জয়ের পর ফেনীতে মধ্যরাতে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন ভক্তরা। মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে চারিদিক। ফজরের আযান পর্যন্ত চলে এ উৎসব আনন্দ। এরপর ভক্তরা বাসায় ফিরেন। 

feni

ফেনী পুরাতন কারাগারের সামনে ২৫ ফুট এলইডি বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। একসঙ্গে বসে ২৫ হাজার ফুটবলপ্রেমী প্রিয় দলের খেলা উপভোগ করেন। এ যেন ছোটখাটো একটা গ্যালারি।

খেলা দেখার জন্য ফেনী পাইলট স্কুলের গেট থেকে শুরু করে পৌরসভার সামনে পেট্রোল পাম্পের সামনে ও ফাইভ স্টারের সামনে স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণ সামনে সড়ক লোকে লোকারণ্য হয়ে ওঠে। ভক্তদের প্রায় ২ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে বিশ্বকাপের মতো সর্বোচ্চ প্রতিযোগিতায় রুদ্ধশ্বাস খেলা উপভোগ করতে।

>> আরও পড়ুন : আর্জেন্টিনার জয়ে ফেনীতে সমর্থকদের বাঁধভাঙা জোয়ার

ব্রাজিল ভক্ত এস আলম সবুজ বলেন, বড় পর্দায় খেলা দেখতে এসেছিলাম। ভালো খেলেছে প্রিয়দল ব্রাজিল। ৪-১ গোলে জিতেছে। আমরা কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছি।

ব্রাজিলের আরেক ভক্ত নাজমুল হক শামীম বলেন, আজও জিতেছে, সামনের খেলাগুলোতে ব্রাজিল অনেক ভালো করবে। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। আমরা সবাই মিলে বড় পর্দায় খেলা উপভোগ করেছি। মনে হয়েছে যেন স্টেডিয়ামে খেলা দেখছি।

প্রতিনিধি/এইচই