images

সারাদেশ

নেশা করা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর খেলেন পোকা মারার ট্যাবলেট

জেলা প্রতিনিধি

০২ আগস্ট ২০২২, ০৩:০৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে পোকা মারার ট্যাবলেট খেয়ে খাইরুল ইসলাম (২৯) নামের এক সিএনজিচালক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। 

মঙ্গলবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হরিপুর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

সোমবার (১ আগস্ট) দিবাগত রাতে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

>> আরও পড়ুন: আহ স্বামী, বাহ স্বামী! 

খাইরুল ইসলাম আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের হরিপুর গ্রামের মংলামুরা এলাকার নুরুল ইসলামের ছেলে।

নিহতের চাচাতো ভাই সোহাগ মিয়া জানান, খায়রুল সিএনজি চালাত। নেশা করার কারণে তার স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে খাইরুল তার স্ত্রীর সঙ্গে অভিমান করে পোকা মারার ট্যাবলেট খান। পরে রাতেই তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, রাতে এক ব্যক্তি কেরি পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। 

প্রতিনিধি/এএ