images

সারাদেশ

খালেদা জিয়া একটি দিনের জন্যও অন্যায়ের সঙ্গে আপস করেননি: টুকু

জেলা প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। একটি দিনের জন্যও অন্যায়ের সঙ্গে আপস করেননি। তিনি বাংলাদেশের জনগণের নেত্রীতে পরিণত হয়েছিলেন।

শনিবার (২৪ জানুয়ারি) ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও সনাতনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

‘নির্বাচনে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা হলে ফেনী থেকে আরেকটি আন্দোলন হবে’

টুকু বলেন, সংখ্যালঘু বলে কোনো কথা নেই। আমাদের নেতা দেশে এসেই বলেছিলেন, পাহাড় থেকে সমতল সব ধরনের মানুষ নিয়েই বাংলাদেশ এবং আমরা সবাই বাংলাদেশি। আমাদের ধমনিতে যে লাল রক্ত বইছে সেটার কোনো ধর্ম নেই। আমাদের পরিচয় আমরা মানুষ। আমাদের বিশ্বাসকে যার যার জায়গায় রাখব। কিন্তু আমরা একসঙ্গে বসবাস করব, সম্প্রীতি ধরে রাখব।

095c5395-0825-4f5a-b104-3f00404a8f3f

একটি রাজনৈতিক দলের কথা উল্লেখ করে টুকু বলেন, মহান স্বাধীনতার সময় যুবক ছিলাম। মুক্তিযুদ্ধে অস্ত্র ধরেছি, কিন্তু একটি দল স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করার পরেও এখন এদের ক্ষমতায় আসতে চায়।

বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক প্রফুল্ল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, খুলনা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি। এ ছাড়া সনাতনী সম্প্রদায়ের সুধীজন,গুণীজন ও আলোচকরা এসময় উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস