বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘নির্বাচনে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা হলে ফেনী থেকে আরেকটি আন্দোলন হবে’

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

শেয়ার করুন:

‘নির্বাচনে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা হলে ফেনী থেকে আরেকটি আন্দোলন হবে’
ফেনী-২ আসনের ১০ দলীয় জোট প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনের ১০ দলীয় জোট প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ফেনীর ৩টি সংসদীয় আসনে অত্যন্ত আন্তরিক পরিবেশে সব রাজনৈতিক দল ও প্রার্থী যার যার নির্বাচনি কাজ চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই কেউ কেউ ভোটারদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে, সন্ত্রাস সৃষ্টি করছে।

তিনি বলেছেন, ফেনী-১ আসনে দাঁড়িপাল্লার প্রচারণাকালে জামায়াতের নেতাদের ওপর হামলা হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, নির্বাচনে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা হলে ফেনী থেকে আরেকটি আন্দোলনের সূত্রপাত হবে। সেই আন্দোলন আপনারা দমিয়ে রাখতে পারবেন না। কারণ আপনারা এখনও শেখ হাসিনা থেকে বেশি ক্ষমতাবান হননি।


বিজ্ঞাপন


শনিবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে ফেনী-২ আসনে তার নির্বাচনি কার্যালয় উদ্‌বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় মঞ্জু বলেন, একটি দল থেকে চাঁদাবাজির অভিযোগে এ পর্যন্ত প্রায় ৭/৮ হাজার নেতাকে বহিষ্কার করেছে। এটি অত্যন্ত ভালো খবর, দল থেকে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু গণঅভ্যুত্থানের আগে অনেক নেতাই মজলুম ছিলেন। ওই দলের অনেকেই মামলাবাজী, চাঁদাবাজি করে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন।

5bd7973d-89e7-452b-bdbd-167eb280da52

মঞ্জু বলেন, এখন আমাদের সামনে আধিপত্যবাদের ভয়, চাঁদাবাজির ভয় ও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ভয় কাজ করছে। এসব ভয়কে জয় করতে হলে ১০ দলীয় জোটসহ দেশের সাধারণ জনতা ঐক্যবদ্ধ থাকতে হবে। গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য প্রচারণা চালাতে হবে। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকারবদ্ধ সব দলকে ঐক্যবদ্ধভাবে এসব অপকর্মকারীদের নির্বাচনের মাধ্যমে রুখে দিতে হবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

আমি দলমত নির্বিশেষে ১০০ ভাগ ভোট চাই: ডা. সাদিক

এসময় তিনি বলেন, আমরা ফেনীর বিষয়ে আশাবাদী। তবে ফেনীর বিভিন্ন জায়গায় আচরণবিধি লঙ্ঘন করে বড় বড় ব্যানার লাগানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। হামলার ঘটনার পরও ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। এসব বিষয়ে আমি প্রয়োজনে উপরস্থরে কথা বলবো। কিন্তু ফেনীতে কাউকে সন্ত্রাস করতে দেওয়া হবে না। 

পরে, ফেনী শহরের খাজুরিয়া এলাকার ছিদ্দিক স্কয়ারে ফিতা কেটে মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনি প্রধান কার্যালয়টির উদ্‌বোধন ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশি সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া।

90bf7db0-0442-4fdb-996f-844be67c8872

এর আগে ফেনীতে নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলেন, ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।

এসময় আরও উপস্থিত ছিলেন- জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালীউল্লাহ মানিক, খেলাফতে মজলিশের জেলা সভাপতি মাওলানা মুজাফফর আলী। এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল করিমের সঞ্চালনায় এতে ১০ দলীয় জোট নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর