জেলা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ এএম
ময়মনসিংহ নগরীতে পরিত্যক্ত ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর জিলা স্কুল হোস্টেল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুস সাকিব।
নিহতদের মধ্যে একজনের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন— নগরীর মাদরাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭)। হৃদয় পেশায় একজন মাছ বিক্রেতা ছিলেন। নিহত অন্য যুবকের নাম রাকিব মিয়া বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জিলা স্কুল হোস্টেল মাঠের এক কোণে পরিত্যক্ত একটি টিনশেডের পেছনে অকেজো ল্যাম্পপোস্ট চুরির চেষ্টা করছিলেন ওই দুই যুবক। রাকিব মিয়া যখন করাত দিয়ে ল্যাম্পপোস্টটি কাটছিলেন, তখন অসাবধানতাবশত সেটি পাশে থাকা সচল বৈদ্যুতিক তারের ওপর গিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যায় রাকিব। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে যান বন্ধু হৃদয়। কিন্তু তাকে স্পর্শ করতেই তিনিও গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। পরে স্থানীয়রা টের পেয়ে দুজনকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরা হাসপাতালে এসে ভিড় করেছেন এবং মরদেহ নেওয়ার জন্য কান্নাকাটি ও হট্টগোল করছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/টিবি