রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০১ পিএম

শেয়ার করুন:

loading/img

বৈদ্যুতিক পাম্পে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেরপুরে আকরাম হোসেন ও আব্দুল হানিফ নামে দু’জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক আকরাম হোসেন বোরো ক্ষেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ পাম্পে সুইচ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে তারই কৃষি শ্রমিক আব্দুল হানিফ এগিয়ে আসেন।

এ সময় হানিফও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই দু’জন প্রাণ হারান। পরে স্থানীয় অপর কৃষক সেচ পাম্পের কাছে গেলে এ দু’জনের বিদ্যুৎস্পৃষ্ট মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন