জেলা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ এএম
হবিগঞ্জ জেলা ছাত্রদলের প্রস্তুতিসভা চলাকালে চাইনিজ কুড়ালসহ এক যুবককে আটক করেছেন ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা। পরে যৌথবাহিনী তাকে আটক করে হেফাজতে নেয়।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হবিগঞ্জ আগমন উপলক্ষে সোমবার জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের প্রস্তুতিসভা চলছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ। সভা চলাকালে কার্যালয়ের সামনে এক যুবকের সন্দেহজনকভাবে ঘোরাফেরা নজরে এলে উপস্থিত নেতাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই যুবক অসংলগ্ন ও সন্দেহজনক কথা-বার্তা বললে তার শরীর তল্লাশি করা হয়। তল্লাশিতে তার শার্টের ভেতর লুকানো অবস্থায় একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিষয়টি জানানো হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) দেলোয়ার হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের পরামর্শ সভা চলাকালে এক যুবক চাইনিজ কোড়াল নিয়ে ঘুরাঘুরি করার সময় তাকে আটক করা হয়। পরে পুলিশকে খবর দিলে সেখানে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে ওই যুবককে থানায় নিয়ে এসেছে। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি