মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৩, কারাগারে প্রেরণ

জেলা প্রতিনিধি,  কুষ্টিয়া
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪০ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৩, কারাগারে প্রেরণ

কুষ্টিয়ার কুমারখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তাদের কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন থানার ওসি মো. সোলায়মান শেখ।


বিজ্ঞাপন


আটকৃকতরা হলেন- উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বজরুক বাঁখই গ্রামের অহিদের ছেলে এস এম সুমন (৩৫) ও কাশেম আলীর ছেলে তাজেম আলী (৩৮) এবং জগন্নাথপুর ইউনিয়নের বাঁখই মহব্বত গ্রামের জিকু প্রামাণিকের ছেলে ফয়সাল হোসেন (১৯)।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের কালুরমোড়ে দস্যুতার প্রস্তুতি নিচ্ছে কয়েকজন। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে। পরে রাত ১২ টার পরে আটককৃতদের বিরুদ্ধ দস্যুতা প্রস্তুতি আইনে মামলা করা হয়। বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপরাধ স্বীকার করেছেন।

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর