images

সারাদেশ

বাগেরহাটে পৃথক অভিযানে ২৩ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ এএম

বাগেরহাটে পৃথক অভিযানে ২৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রোববার (১৮ জানুয়ারি) রাতে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্টান্ডে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে গাঁজাসহ আনোয়ার হোসেন (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এর আগে খানজাহান আলী মাজার মোড়ের জারিফ হোটেলের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা রায়েন্দাগামী যাত্রীবাহী পরিবহন তল্লাশি করে ১২ কেজি গাঁজাসহ বাদশা হাওলাদার ( ৫৫) নামের অপর এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাদক কারবারি আনোয়ার হোসেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকার আব্দুল হাকিমের ছেলে ও বাদশা হাওলাদার জেলার মোরেলগঞ্জ উপজেলার ডেউয়াতলা গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোলা পরিবহনের এক যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। ওই বাসের বাঙ্কার থেকে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে ১১ কেজি গাঁজা ছিল। আনোয়ার হোসেন নামের ওই মাদক কারবারি কচুয়ার এক মাদক কারবারির কাছে সরবরাহের জন্য ঢাকা থেকে এই গাঁজা বহন করছিলেন।

গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম ও পরিদর্শক মো. জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মাদক কারবারিদের হস্তান্তর করা হয়েছে।

 

উপ-পরিচালক মো. মিজানুর রহমান আরও বলেন, মূলত কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে গাঁজা সংগ্রহ করে একটি চক্র ঢাকায় মজুত করে রাখে। পরবর্তীতে সুযোগ অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে তারা সরবরাহ করে। গ্রেফতার মাদক কারবারিরা এই চক্রের সদস্য। তাদের সঙ্গে অন্য যারা জড়িত আছে, তদন্তপূর্বক তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি