শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ১০:২৭ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলায় একটি মিশুক গাড়ী থেকে সাড়ে ৩ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব। এ মাদকে জড়িত সেলিম মিয়া (৪৬) ও আবু তাহের  (২৬) নামের দুই কারবারিকেও গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার মাদক কারবারি সেলিম মিয়া লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ গ্রামের সলিম উদ্দিনের ছেলে ও আবু তাহের গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি (ফারাজি পাড়া) গ্রামের মৃত আলম মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টার দিকে গাইবান্ধা সদর থানাধীন গাইবান্ধা-সুন্দরগঞ্জগামী রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মিশুক গাড়ি থামিয়ে তল্লাশি করে সাড়ে ৩ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে। একইসঙ্গে ওই দুই মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর