images

সারাদেশ

ভোটের মাঠে সাঈদীর দুই পুত্র লড়বেন দাড়িপাল্লা মার্কা নিয়ে

জেলা প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর জেলার দুইটি গুরুত্বপ‍ূর্ণ সংসদীয় আসনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সাবেক সংসদ সদস্য মরহুম দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই পুত্র। পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী নিয়ে গঠিত পিরোজপুর-১ ও ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ তিন উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনে তাদের সক্রিয় রাজনৈতিক তৎপরতা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা উভয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। যাচাই প্রক্রিয়া শেষে তাদের দাখিল করা কাগজপত্রে কোনো অনিয়ম না পাওয়ায় প্রার্থিতা বাতিলের কোনো কারণ পাওয়া যায়নি বলে জানানো হয়।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, পিরোজপুর-১ আসনে (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা) জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। মনোনয়ন বৈধ ঘোষণার পর থেকেই এ তিন উপজেলায় তার রাজনৈতিক তৎপরতা আরও দৃশ্যমান হয়েছে। স্থানীয়ভাবে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়েছেন তিনি।

0afd0810-0a13-4141-b922-61db01c3368f

অন্যদিকে পিরোজপুর-২ আসনে (নেছারাবাদ-কাউখালী-ভান্ডারিয়া) জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন পিরোজপুর-১ আসন থেকে ২০১৮ সালে জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করা আরেক পুত্র শামীম সাঈদী। এ আসনেও তার প্রচারণা ধীরে ধীরে গতি পাচ্ছে। স্থানীয় পর্যায়ে সংগঠনিক শক্তি পুনর্গঠন এবং ভোটারদের কাছে পৌঁছাতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পিরোজপুর অঞ্চলে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার একটি সুসংগঠিত আদর্শভিত্তিক ভোটব্যাংক রয়েছে। বিশেষ করে পিরোজপুর-১ আসনে ধর্মীয় ও সামাজিক প্রভাব তুলনামূলকভাবে বেশি হওয়ায় মাসুদ সাঈদীর জন্য একটি শক্ত ভিত্তি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

সাঈদীর ইমেজ বনাম বিএনপির শক্তি, পিরোজপুরে কার জয়?

পিরোজপুর-১ আসনে শহর ও গ্রামীণ ভোটের ব্যবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রামাঞ্চলে আদর্শ ও পারিবারিক পরিচিতির  প্রভাব থাকলেও শহর এলাকায় উন্নয়ন সুবিধা ইস্যুতে প্রতিদ্বন্দ্বিতা কঠিন হতে পারে।

অন্যদিকে পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লা মার্কার সাংগঠনিক অবস্থান তুলনামূলকভাবে স্থিতিশীল বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ভোটার উপস্থিতির হার কম হলে ফলাফলে বড় পরিবর্তন আসতে পারে।

9ba49923-ecad-4ee6-a07a-e6418a9ab303

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে নীরব ভোটার, তরুণ ভোটার এবং প্রতিবাদী ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্রব্যমূল্য, কর্মসংস্থান, সুশাসন ও নৈতিক নেতৃত্বের প্রশ্নে ভোটারদের সিদ্ধান্ত শেষ পর্যন্ত নির্বাচনের ফল নির্ধারণ করবে।

এদিকে স্থানীয় জনগণের প্রত্যাশা, নির্বাচিত হলে প্রার্থীরা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন। সব মিলিয়ে পিরোজপুর-১ ও পিরোজপুর-২ আসনে সাঈদীর দুই পুত্রের অংশগ্রহণ এবারের নির্বাচনকে বিশেষ গুরুত্ব ও উত্তেজনার পর্যায়ে নিয়ে যাবে।

প্রতিনিধি/এসএস