images

সারাদেশ

দেশে প্রথম পাথর দিয়ে ১৪ হাত দীর্ঘ কালী প্রতিমা বানিয়ে চলছে রটন্তী পূজা

জেলা প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম

বাংলাদেশে এই প্রথমবারের মতো সম্পূর্ণ পাথর দিয়ে বানানো হয়েছে ১৪ হাত দীর্ঘ কালী প্রতিমা।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গণপত্যা সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ৪১তম শ্রী শ্রী রটন্তী কালীকা পূজা।

শনিবার (১৭ জানুয়ারি) গণপত্যা সার্বজনীন ১৪ হাত কালী মন্দির প্রাঙ্গনে এ রটন্তী কালীকা পূজা শুরু হয়।

5dcc993d-1f9a-4426-bd76-d50a4f156209

আয়োজকরা জানান, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার (১৭ জানুয়ারি) চতুদর্শী রাত্রি শ্রী শ্রী রটন্তী কালীকা মায়ের পূজা, ৪-৫-৬ মাঘ (১৮-১৯-২০ জানুয়ারি) রোববার-সোমবার ও মঙ্গলবার প্রসাদ বিতরণ ও আরতী প্রতিযোগিতা, ৭ মাঘ (২১ জানুয়ারি) মায়ের বিসর্জন অনুষ্ঠিত হবে।

পূজায় রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মাগুরা, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন ভক্ত ও দর্শনার্থীরা।

8f9912bb-8268-4c6f-b696-4642e42d7611

৫ দিনব্যাপী ৪১তম শ্রী শ্রী রটন্তী কালীকা পূজা উপলক্ষ্যে মন্দির প্রঙ্গণে দেশীয় সংস্কৃতি ও বিভিন্ন প্রকারের মিষ্টি মণ্ডা, ভাজা,কসমেটিক ও বাচ্চাদের খেলনার দোকান বসেছে।

দর্শনার্থী প্রিয়া বিশ্বাস বলেন, মায়ের কাছে আমাদের সবার জন্য প্রার্থনা করেছি যেন সবার মঙ্গল হয়।

43f477d4-60ec-498b-9f80-05311e92ccd3

দর্শনার্থী রমেন বিশ্বাস বলেন, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গণপত্যা সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ৪১তম শ্রী শ্রী রটন্তী কালীকা পূজা। পূজা উপলক্ষ্যে মেলা বসেছে। মেলায় দেশীয় সংস্কৃতি ও বিভিন্ন প্রকারের মিষ্টি মণ্ডা, ভাজা,কসমেটিক ও বাচ্চাদের খেলনার দোকান বসেছে।

a9efd0c4-6765-439d-bae7-12f23d75f1a0

আরও পড়ুন

বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

গণপত্যা সার্বজনীন পূজা কমিটির কোষাধক্ষ্য শিশির কুমার মণ্ডল বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমরা ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ (১৭ জানুয়ারি ২০২৬ খ্রি.) শনিবার চতুদর্শীতে গণপত্যা সার্বজনীন পূজা মন্দিরে মায়ের চরণ বন্দনা হচ্ছে।

720b0297-9cd7-4bb6-b936-a9670de68aca

গণপত্যা সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল সন্যাসী বলেন,প্রতি বছর আমরা মাটি দিয়েই ১৪ হাত দীর্ঘ কালী প্রতিমা তৈরি করি। এ বছর ৪১তম শ্রী শ্রী রটন্তী কালীকা পূজা উপলক্ষ্যে সম্পূর্ণ পাথর দিয়ে ১৪ হাত দীর্ঘ কালি প্রতিমা তৈরি করা হয়েছে। মন্দিরে স্থায়ীভাবে প্রতিমা স্থাপন করা হয়েছে।

c709ff8e-1239-4578-8ac3-93853b0781b0

তিনি আরও বলেন, মায়াময় এই সংসার বন্ধনে আবদ্ধ হয়ে অধর্ম, মিথ্যা ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে আমরা আজ ভুলতে বসেছি সর্বশক্তির আধার সেই মহামায়ের অসীম শক্তির কথা। পরিবার পরিজন নিয়ে আমরা আজ ব্যস্ত হয়ে পড়েছি সাংসারিক সুখ ভোগের আশায়। আহার, নিন্দ্রা, স্ত্রী-পুত্র, স্বজন পরিজনের প্রতি স্নেহ ভালোবাসা, ধন-সম্পতির মোহ সর্বোপরি সংসারের যাবতীয় কামনা বাসনা হতে নিজেকে মুক্ত করে দেহ-মনে এক হয়ে কেবল মহামায়ের স্বরুপ কল্পনায় নিজেদেরকে নিয়োজিত করতে মলেই কেবলমাত্র সেই করুনাময়ী মায়ের কৃপা লাভ সম্ভব।

প্রতিনিধি/এসএস