জেলা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩৬ পিএম
আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নির্বাচনি আসনে সুবিধাজনক অবস্থানে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে আপিল শুনানি শেষে কমিশন এই চূড়ান্ত রায় দেয়। একইসঙ্গে এই আসনে ‘১০ দলীয় নির্বাচনি জোট’ থেকে মনোনয়ন পাওয়া এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঞ্জুরুল আহসান মুন্সী জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিলের দাবিতে ইসিতে আপিল করেছিলেন, যা শেষ পর্যন্ত নামঞ্জুর হয়। অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহর আবেদনের প্রেক্ষিতে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় নির্বাচনি মাঠে হাসনাত আব্দুল্লাহ বড় ধরনের সুবিধাজনক অবস্থানে চলে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সমর্থকরা এই রায়কে ‘বিজয় একধাপ এগিয়ে’ হিসেবে দেখছেন এবং হাসনাতকে অভিনন্দন জানাচ্ছেন। তবে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মঞ্জুরুল আহসান মুন্সীর সামনে এখনো উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও আসনটিতে হাসনাত আব্দুল্লাহর জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই। এখানে আরও কয়েকজন সক্রিয় প্রার্থী মাঠে রয়েছেন। বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও আসনটিতে হাসনাত আব্দুল্লাহর জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই। এখানে আরও কয়েকজন সক্রিয় প্রার্থী মাঠে রয়েছেন, ইরফানুল হক সরকার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), মোহাম্মদ মজিবুর রহমান (খেলাফত মজলিস), মো. আবু জসিম উদ্দিন (গণঅধিকার পরিষদ–জিওপি), মোফাজ্জল হোসেন (বাংলাদেশ খেলাফত মজলিস)।
এই আসনে জামায়াতে ইসলামী কোনো প্রার্থী দেয়নি; বরং তাদের নেতা সাইফুল ইসলাম শহীদ জোটের স্বার্থে হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে মাঠ ছেড়েছেন। অন্যদিকে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের’ অংশীদার হওয়ায় শেষ পর্যন্ত তাদের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।
প্রতিনিধি/এসএস