জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২ দলীর জোটের কুমিল্লার ৪ দেবিদ্বার আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, চুরি-দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা বেশি সম্মানের। আমাদের নির্বাচন দুর্নীতি বন্ধ করার নির্বাচন। চাদাঁবাজ বন্ধ করার নির্বাচন। এবারের নির্বাচন হবে ঋণ খেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন।
রোববার (১১ জানুয়ারি) সকালে দেবিদ্বার ১ নং বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশ থেকে দুর্নীতি, চাদাঁবাজমুক্ত, স্বাধীন নির্বাচন কমিশনের মধ্যদিয়ে নির্বাচন হবে, সেইসঙ্গে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এই নিময়টা চাইলে গণভোটে হ্যাঁ সূচকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় জামায়াত ও এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস

