images

সারাদেশ

সাতক্ষীরায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম

সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রানা সরদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে তালা উপজেলার তালা তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রানা সরদার জাতপুর দিক থেকে মোটরসাইকেলে করে তালার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ‘লিটন ট্রাভেলস’-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

IMG_2128

আরও পড়ুন

বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোক ও আহাজারি।

thumbnail_IMG_2126

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস