বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহতের নাম আবু বক্কর সিদ্দিক (৫৬)। তিনি গাবতলী উপজেলার জাতহলিদা গ্রামের বাসিন্দা।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জাতহলিদা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জাতহলিদা গ্রামের বাবলু মিয়া ও তার প্রতিবেশী আবু বক্কর সিদ্দিকের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে আতাউর রহমানের বাড়ির সামনে বাবলু ও আবু বক্কর সিদ্দিকের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। এসময় উভয় পক্ষের স্বজনরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একে অপরের মারপিটে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং আহতদের গাবতলী উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে আবু বক্করের মৃত্যুর সংবাদ শুনে বাবলু মিয়ারপক্ষের লোকজন আহত অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে যান। আবু বক্কর সিদ্দিক পক্ষের আতাউর, জেমি আক্তার, শিপার এবং বৃষ্টি হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে বাবুল মিয়া(৪২), মন্টু (৪০), মামুন(৩০), মাজেদা (৩০), রুবি(৩৮) আহত হয়েছেন।
গাবতলী থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

