জেলা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ এএম
র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতাররা হলেন— জেলার মাধবপুর উপজেলার সুরমা গ্রামের নিবারণ তন্ত্রবায় (৩৫) ও সাজু গোয়ালা (২২)।
র্যাব জানায়, এর আগে শনিবার রাত ৯টায় র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে, সুরমা চা-বাগান এলাকায় কতিপয় মাদক কারবারি রয়েছে। ওই সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি রাত প্রায় ১১টায় ঘটনাস্থলে পৌঁছায়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুইজন আটক হয়। জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তাদের কাছে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ওই পরিমাণ গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে মাদক আইনে মামলা দায়ের পূর্বক আলামতসহ তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/টিবি