images

সারাদেশ

মাদারীপুরে জমিতে বিষ দিয়ে কৃষকের ধানের চারা নষ্ট করলো দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি

১২ জানুয়ারি ২০২৬, ০৮:২১ এএম

মাদারীপুরের কালকিনিতে জমিতে বিষ দিয়ে কৃষককের জমির ধানের চারা নষ্ট করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১০ জানুয়ারি) রাতে কালকিনি পৌরসভার বিভাগদী গ্রামে ঘটে এ ঘটনা।

এ ঘটনায় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. মিজানুর রহমান (৬২)।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, কালকিনি পৌর এলাকার বিভাগদী গ্রামের কৃষক মো. মিজানুর রহমান তার ক্রয় করা জমিতে বোরো ধানের চারা রোপণ করেন। কিন্তু শনিবার রাতে ধানের জমিতে ঘাস মারার বিষ প্রয়োগ করে একদল দুর্বৃত্ত। এতে মরে যায় ধানের চারা। ব্যাপক ক্ষতি হওয়ায় হতাশাগ্রস্ত কৃষক মিজানুর রহমান।

ভুক্তভোগী কৃষক মো. মিজানুর রহমান বলেন, জমিতে ধান চাষাবাদ করেই আয়ের অর্থ দিয়ে সংসার চালাই। কিন্তু আমার জমির ধানের চারা যারা নষ্ট করেছে আমি তাদের বিচার চাই।

মাদারীপুরের কালকিনি থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মিজানুর রহমান। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি