নেত্রকোনার কলমাকান্দায় জমি বিরোধের জেরে বিষ প্রয়োগে আমনের বীজতলা নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের দক্ষিণ গোড়াগাঁও গ্রামের সাজু মোড়লের ছেলে আশরাফুল আলম তার চাচা খোরশেদ আলম ও মো. নূরুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। পরে তদন্ত শুরু করে পুলিশ।
বিজ্ঞাপন
গতকাল শুক্রবার (২১ জুলাই) দুপুরে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন।
আশরাফুল আলম লিখিত অভিযোগে বলেন, দীর্ঘদিন ধরে চাচা খোরশেদ আলম ও নুরুল ইসলামের সঙ্গে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছে। এর জেরে গত বুধবার সকালে ১ একর .৬০ শতাংশ আমন বীজতলায় দুই চাচা তাদের লোকজন নিয়ে বিষ ছিটিয়ে দেন। এর পর থেকে আমন ধানের চারা হলদে হয়ে ধীরে ধীরে মরে যাচ্ছে। এ বীজতলায় প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। বীজতলা নষ্ট হওয়ায় প্রায় ত্রিশ একর জমি পতিত থাকবে। কারণ চারা কিনে রোপন করার মত এই মুহূর্তে হাতে টাকাও নেই।
আশরাফুল আরও বলেন, শত্রুতা থাকলে আমাদের সাথে আছে, চারা গাছের সাথে তো শত্রুতা নাই। চারা গাছ মারলো কেন। আমরা এর ন্যায় বিচার চাই।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বীজতলার জমিতে ‘আগাছানাশক জাতীয় বিষ’ প্রয়োগ করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।
বিজ্ঞাপন
এ বিষয়ে খোরশেদ আলম ও মো. নূরুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে নম্বর বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে, অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কলমাকান্দা থানার এসআই মো. আশিকুর রহমান জানান, বিষ প্রয়োগে বীজতলা বিনষ্ট করার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধি/একেবি

