images

সারাদেশ

চুয়াডাঙ্গার ভাই ভাই ফুসকা হাউজকে ৬০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

১১ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম

চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকরভাবে খাদ্য প্রস্তুত, ফুচকার জন্য পচা আলু ও মেয়াদোত্তীর্ণ দই ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে একটি খাবার প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার কবরী রোডে অবস্থিত মেসার্স ভাই ভাই ফুসকা হাউজে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, পূর্বে সতর্ক করার পরও প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্য প্রস্তুত করছিল। অভিযানের সময় ফুচকার জন্য পচা আলু, মেয়াদোত্তীর্ণ দই ও অন্যান্য পণ্য ব্যবহার, আগের দিনের বাসি চিকেন ও বিভিন্ন খাবার ফ্রিজে সংরক্ষণ করে পুনরায় তেলে গরম করে বিক্রি, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার প্রমাণ পাওয়া যায়।

thumbnail_VID_20260111_124619_exported_0

আরও পড়ুন

আচরণবিধি লঙ্ঘন করায় ফেনীর জামায়াত আমিরের জরিমানা

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক ওহিদুল ইসলামকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পচা আলু ও বাসি খাবার জব্দ করে ধ্বংস করা হয় এবং আগামী তিন দিনের মধ্যে স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুত ও প্রয়োজনীয় লাইসেন্সের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

thumbnail_Vai_Vai_Fuska_-_(3)

অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান এবং চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল।

প্রতিনিধি/এসএস