নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন জামায়াত আমির আবদুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী রিটার্নিং অফিসার রিগ্যান চাকমা।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন তিনি।
বিজ্ঞাপন
জানা গেছে, শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার তাকিয়া বাজারে গণসংযোগ ও দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় বগাদানা ইউনিয়ন জামায়াতের আমির আবদুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন
ফেনীতে আচরণবিধি লঙ্ঘন: জামায়াত প্রার্থীকে জরিমানা
আচরণবিধি লঙ্ঘন করায় এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
প্রতিনিধি/টিবি

