images

সারাদেশ

তেঁতুলিয়ায় অবৈধভাবে পাথর-বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

জেলা প্রতিনিধি

১০ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭ নম্বর দেবনগর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় সমতল ভূমি (ফসলি কৃষি জমি) থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু এই অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আকাশ।

জানা যায়, অভিযান চলাকালে পরিবেশ বিধ্বংসী একটি অবৈধভাবে মোডিফাইড ড্রেজার মেশিন, একটি পাম্প ও পাইপসহ অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

আরও পড়ুন

ফেনীতে অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান চালিয়ে ভেকু মেশিন জব্দ

এ সময় উপস্থিত স্থানীয় জনগণকে অবৈধ ড্রেজার মেশিন ও পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয়।

ঘটনাস্থলে সংশ্লিষ্ট অবৈধ মেশিনের মালিক উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

অভিযানে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রামপুলিশ এবং ময়নাগুড়ি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা সহযোগিতা করেন।

IMG-20260110-WA0028

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন, অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে ফসলি জমি ও পরিবেশ ধ্বংস করা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা ও কৃষিজমি রক্ষায় ভবিষ্যতেও অবৈধ খনন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

প্রতিনিধি/এসএস