রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ফেনীতে অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান চালিয়ে ভেকু মেশিন জব্দ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

ফেনীতে অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান চালিয়ে ভেকু মেশিন জব্দ

ফেনীর পরশুরামে অবৈধভাবে মাটি কাটা রোধে অভিযান চালিয়ে ভেকু মেশিন জব্দ করেছে বিজিবি।

শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার রাঙামাটি এলাকায় অভিযান চালায় বিজিবি ফেনী ব্যাটালিয়নের সদস্যরা।


বিজ্ঞাপন


বিজিবি জানায়, অবৈধভাবে মাটি কাটা রোধে এসময় রাঙামাটি মাঠে গেলে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়, ঘটনাস্থল থেকে একটি ভেকু মেশিন জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা ভেকু মেশিনটি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) তত্ত্বাবধানে পাঠানো হয়েছে।

45412

আরও পড়ুন

দোহারে গোখাদ্যের চরম সংকট, বিপাকে খামারিরা

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর