জেলা প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম
কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার করা প্রায় ১৮ কোটি ৮ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শনিবার (১০ জানুয়ারি) সকালে কোস্টগার্ড স্টেশন টেকনাফে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এসব মাদক ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৫ সালের ১৭ মে থেকে ১২ আগস্ট পর্যন্ত কোস্টগার্ড এককভাবে ও র্যাবের সমন্বয়ে চারটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১ লাখ ৬১ হাজার ইয়াবা, ৯৯০ গ্রাম ইয়াবা তৈরির পাউডার, ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
জব্দ করা মাদক ধ্বংসের বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজারের নির্দেশনা অনুযায়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস কার্যক্রম সম্পন্ন করা হয়।
কোস্ট গার্ড জানায়, উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টা টহল জারি রয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস