রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে ৮০০ ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে ৮০০ ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী মাদক কারবারি গ্রেফতার

মিরসরাইয়ে ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসদর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সৌদিয়া বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন, উখিয়া বালুখালী ক্যাম্পের মাহমুদ হোসেনের মেয়ে জমিলা বেগম (২৫) ও একই ক্যাম্পের শেখ রহমত উল্লাহর মেয়ে খুরশিদা বেগম (২৬)।

আরও পড়ুন

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটন, ইজিবাইকসহ গ্রেফতার ২

জানা গেছে, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার শ্যামলী বাস কাউন্টারের সামনে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করেন। এসময় চেকপোস্টের দিকে আসা সৌদিয়া পরিবহন বাসে তল্লাশি চালিয়ে রোহিঙ্গা নারীদের হাতব্যাগ থেকে ৮০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, ৮০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়েছে৷ আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর