images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

জেলা প্রতিনিধি

১০ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তার ও নৌ পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

thumbnail_1000213051

আরও পড়ুন

বরগুনায় দুই ভাইয়ের বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাই খুন, আটক ২

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামের বিএনপি নেতা আব্দুল খালেক ও একই ইউনিয়নের যুবদলের সদস্য সচিব ধামাউড়া গ্রামের আব্দুল আজিজের মধ্যে আধিপত্য বিস্তার ও বাল্কহেড নৌ পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গতকাল শুক্রবার রাতে আজিজ ও খালেকের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে শনিবার দুপুরে দুই গ্রামের লোকজন টেঁটা-বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

thumbnail_1000213052

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস