রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বরগুনায় দুই ভাইয়ের বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাই খুন, আটক ২

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

বরগুনায় দুই ভাইয়ের বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাই খুন, আটক ২

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে দুই সহোদর ভাইয়ের দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে এক চাচাতো ভাই নিহত হয়েছেন। নিহতের নাম জহিরুল ইসলাম সিকদার (৪০)।


বিজ্ঞাপন


শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ অভিযুক্ত মো. মুনসুর সিকদারকে (৬৫) আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকেও থানায় নেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর তক্তাবুনিয়া গ্রামের মুনসুর সিকদার ও তার আপন ভাই ফরিদ সিকদারের মধ্যে পৈতৃক সূত্রে পাওয়া প্রায় ২৬ শতাংশ (৮ কাঠা) জমি নিয়ে দীর্ঘ ২৫-৩০ বছর ধরে বিরোধ চলে আসছিল। একাধিকবার সালিশ বৈঠক হলেও বিরোধের কোনো স্থায়ী সমাধান হয়নি।

ঘটনার দিন সকালে জমিসংক্রান্ত বিরোধের জেরে মুনসুর সিকদার ছুরি হাতে নিয়ে তার ভাই ফরিদ সিকদারকে হত্যার উদ্দেশে ধাওয়া করেন। এ সময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন তাদের চাচাতো ভাই জহিরুল ইসলাম সিকদার। তিনি বাধা দিলে মুনসুর সিকদার তার বাম পাঁজরে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জহিরুল।


বিজ্ঞাপন


thumbnail_9761

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

সালিশদার মো. লিমন হাওলাদার জানান, জমিটি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। কাগজপত্র যাচাইয়ে অভিযুক্ত মুনসুর সিকদারের নামে জমির মালিকানা না থাকলেও তিনি দাবি করে আসছিলেন।

আরও পড়ুন

মোহনগঞ্জে ওয়ার্ড বিএনপির সভাপতিকে পিটিয়ে জখম

নিহত জহিরুলের স্ত্রী নুপুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী কোনো দোষ ছাড়াই খুন হয়েছেন। আমি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।

নিহতের সন্তান ও পরিবারের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, নিহতের বাম পাঁজরে ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মুনসুর সিকদারকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকেও থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর