images

সারাদেশ

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে বৃদ্ধ নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি

১০ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রাতে টিনের ঘরে ঢুকে শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জামতৈল ইউনিয়নের কামারখন্দ গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।

নিহতের ছেলে আল মাহমুদ শনিবার (১০ জানুয়ারি) সকালে বলেন, রাতে তার মা নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় টিনের বেড়ার নিচ দিয়ে এক শিয়াল ঘরে ঢুকে তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আকন্দ বলেন, রাতে ওই বৃদ্ধাকে শিয়াল কামড়েছে বলে তারা জানতে পেরেছেন। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে শিয়ালের কামড়ের বিষয়টি নিশ্চিত হলে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হবে। আর অন্য কোনো বিষয় পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে লাশ দেওয়া হবে।

প্রতিনিধি/টিবি