রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু

কুমিল্লার লালমাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) উপজেলার হরিশ্চর এলাকার পদুয়া রেলগেট সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


নিহত হাজেরা খাতুন (৬২) উপজেলার কোঁয়ার গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। জানা যায়, ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে তিনি। স্থানীয়দের মতে, কুমিল্লা দিক থেকে আসা ট্রেনটির সামনে হাঁটছিলেন হাজেরা খাতুন।

লাকসাম জিআরপি থানার এসআই মো. মাসুদুর রহমান জানান, নিহতের লাশ তার ছেলে ছানাউল্যাহকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা মামলার জন্য কিংবা ময়নাতদন্তের জন্য রাজি হননি।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর