images

সারাদেশ

খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য, প্রতিবাদে মাদরাসা অধ্যক্ষের কক্ষে তালা

জেলা প্রতিনিধি

০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করে ঝালকাঠির রাজাপুরে একটি কামিল মাদরাসায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজাপুর কামিল মাদরাসার সামনে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেনের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

আরও পড়ুন

খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় মুন্সিগঞ্জে দোয়া মাহফিল

প্রতিবাদকারীদের অভিযোগ, অভিযুক্ত অধ্যক্ষ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, যা সামাজিক ও রাজনৈতিকভাবে অনভিপ্রেত। একজন শিক্ষকের কাছ থেকে এমন বক্তব্য সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলে দাবি করেন তারা। মানববন্ধন থেকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

thumbnail_IMG_20260107_160530

তবে অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলেন, মাদরাসার সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়ায় কিছু ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এ বিষয়ে রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হবে। তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস