সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায়, মুন্সিগঞ্জের সিরাজদিখাঁনে দিনব্যাপী কোরআন খতম-মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার বালুরচর ইউনিয়ন খাসকান্দি বেগম বাজার এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে, প্রায় কয়েক হাজার বিএনপি নেতাকর্মী সহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত।
বিজ্ঞাপন
এ সময় সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে নিহত হাওয়া সদ্য প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিসহ প্রয়াত সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আব্দুল কুদ্দুস ধীরেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ভেদা ভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামীর নতুন শান্তি, সুখের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয় উপস্থিত সবার উদ্দেশ্যে।
এর আগে, উপস্থিত সবার উদ্দেশ্যে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি স্বার্থ ও অহংকার ত্যাগ করে, পাঁচ ওয়াক্ত নামাজি না হয়ে উঠলে, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব হবে না।
বিজ্ঞাপন
এ সময় মাদক ও নেশা মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে ধার্মিক ও নামাজি হওয়ার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করে আরও বলেন, আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই মিলে এ দেশ স্বাধীন করেছি। তাই সবাই আমরা বাংলাদেশি। আমাদের ভেতরে কোনো ভেদাভেদ নাই। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে সবাই আমরা শান্তিতে থাকব। আমাদের আপোশহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পৃথিবীর সবাই শোক জানিয়েছেন।
প্রতিনিধি/ এজে

