images

সারাদেশ

হাদি হত্যার বিচার দাবিতে নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি

০৫ জানুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা ইনকিলাব মঞ্চ।

সোমবার (৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে নবাবঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় ছাত্র-জনতা সংক্ষিপ্ত সভা করে।

সভায় বক্তারা বলেন, শরীফ ওসমান হাদী ছিলেন এদেশের গণমানুষে প্রতিবাদী কণ্ঠস্বর। কুচক্রী মহল তার প্রতিবাদী কণ্ঠ থামিয়ে দিতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। এ দেশের একজন সাধারণ জনতা হিসেবেও বিচার পাওয়ার অধিকার রয়েছে। আমরা সেই হাদি হত্যার বিচার চাই।

আরও পড়ুন

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি নেতা বাচ্চুর শীতবস্ত্র বিতরণ

পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কায়কোবাদ চত্বরে অবস্থান নেয়। সেখানে তারা ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে হাদী হত্যার বিচার চেয়ে স্লোগান দেন। পরে তারা মিছিল নিয়ে বাগমারা কোর্ট বিল্ডিংয়ের সামনে গিয়ে শেষ করে।

সভায় বক্তব্য দেন, শাকিল আহমেদ, মো. ইয়াহিয়া, মো. জামিল, মো. পিয়াল, ইসরাত জাহান রুমি, সুমাইয়া আফরিন, ইমন মৃধা, রানা আহমেদ, মো. আসিফ প্রমুখ।

প্রতিনিধি/এসএস