বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জের ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সোমবার (৫ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার একক সংঘ ক্লাবের সামনে সোয়েটার ও জ্যাকেটসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করেন। এদিনে দুপুরে তিনি ২ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
বিজ্ঞাপন
এ সময় জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাইদুর রহমান বাচ্চু বলেন, আমি নিজে দরিদ্র পরিবারের সন্তান। দুঃস্থদের অসহায় অবস্থা দেখলে আমার অন্তর কাঁদে। তাই আমার সাধ্য অনুযায়ী দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আজকে সকালে ২ শতাধিক শীতবস্ত্র ও দুপুরে ২ শতাধিক কম্বল বিতরণ হয়েছে।
প্রতিনিধি/ এজে

