images

সারাদেশ

এমন কোনো শক্তি নেই যারা নির্বাচন বানচাল করতে পারবে: খুলনা পুলিশ সুপার

জেলা প্রতিনিধি

০৩ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, এমন কোনো শক্তি নেই যারা নির্বাচন বানচাল করতে পারবে। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার।আইনশৃঙ্খলা নির্মূল করা যায় না, নিয়ন্ত্রণ করতে হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

শনিবার (৩ জানুয়ারি) রূপসা থানা আয়োজিত থানা প্রাঙ্গণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করতে চায়। শুধু পুলিশের পক্ষে একা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। কোনো ধরনের গুজব, উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

খুলনায় শালতা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি নাশকতা বা সহিংসতার চেষ্টা করে তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। রূপসাসহ পুরো খুলনা জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। এছাড়া তিনি মাদক, কিশোর গ্যাং, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করেন।

FB_IMG_1767432848551

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম আল বেরুনি, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন রূপসা থানা অফিসার্স ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর এবং সভা পরিচালনা করেন রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান।

সভায় বক্তব্য দেন- খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু প্রমুখ।

প্রতিনিধি/এসএস