সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

খুলনায় শালতা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

খুলনায় শালতা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

খুলনার ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার সীমান্তবর্তী শালতা নদী থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


তার পরিচয় শনাক্তে খুলনার পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দলকে খবর দিয়েছে নৌ পুলিশ।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, ভদ্রা নদীর শাখা নদী শালতা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা ডুমুরিয়া পুলিশকে খবর দেয়। পরবর্তীতে থানা আমাদের ফোন দিলে আমরা ঘটনাস্থলে যায়। ভাসমান মরদেহটি নদী থেকে তুলে পাড়ে আনা হয়। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরনে কালো রংয়ের একটি প্যান্ট, কালো রংয়ের গেঞ্জি এবং কালো রংয়ের হুডি পরা ছিল। দু’ থেকে তিনদিন আগের মরদেহ। শীতের সময় হওয়ায় দেহ ফুলে ওঠেনি তবে শরীরের চামড়া কয়েকটি স্থান থেকে খসে পড়েছে। মরদেহের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে তলব করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর