images

সারাদেশ

ফেনীতে জামায়াতের জেলা আমিরের সঙ্গে এবি পার্টির চেয়ারম্যানের বৈঠক

জেলা প্রতিনিধি

০৩ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ এএম

জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানের সঙ্গে বৈঠক করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবু্র রহমান মঞ্জু।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী শহরের জামায়াত কার্যালয় দারুল ইসলাম সোসাইটি ভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। মঞ্জু আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৈঠক সূত্র জানায়, এবি পার্টির কয়েকজন নেতাকে নিয়ে দারুল ইসলাম সোসাইটি ভবনে যান মঞ্জু। এসময় পার্টির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহআলম বাদল, জেলা সভাপতি আহছান উল্যাহ ও সাধারণ সম্পাদক মু. ফজলুল হক সঙ্গে ছিলেন। তারা মুফতি আবদুল হান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে কুশল বিনিময় করেন। বৈঠকের একপর্যায়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন তারা। খুব শীঘ্রই জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফেনী সফর করে নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রমের নির্দেশনা দিবেন বলে দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

মু. ফজলুল হক জানান, জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যেই জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুসহ জামায়াত অফিসে গিয়েছি।

 

মুফতি আবদুল হান্নান জানান, জোটের প্রার্থী হিসেবে এবিপার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জামায়াত কার্যালয়ে এলে সৌজন্য সাক্ষাত ও কুশল বিনিময় হয়। আমাদের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী কার্যক্রম ঠিক করা হবে।

প্রতিনিধি/টিবি