বাগেরহাট জেলার রামপাল উপজেলার ৪ নম্বর রামপাল সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারীদের নিয়ে আজ শনিবার (০৮ নভেম্বর) সকাল ১০টায় শ্রীফলতলা নতুন মোড়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
বিজ্ঞাপন
শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। দরিদ্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং নারীদের শিক্ষা ও স্বাস্থ্য সেবাসহ সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে।
বিএনপির এই নেতা বলেন, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি, যা পরিবেশ রক্ষায় দলের অঙ্গীকার।
উঠান বৈঠকে স্বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণে অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
ক.ম/

